অভয়নগরে ট্রাক চালকের আত্মহত্যা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগরে ট্রাক চালক ইমরান খান(৩০), নামের এক ব্যক্তি ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় উপজেলার বুইকরা গ্রামের ৫নং ওয়ার্ডে এঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের স্ত্রী এক সন্তান রেখে যুবককে ছেড়ে চলে গেছে। ফলে দীর্ঘদিন ওই যুবক মানুষিক সমস্যার মধ্যে ছিল। যে কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত যুবক উপজেলা বুইকরা গ্রামের শওকত খানের ছেলে। নিহত ইমরানের পিতা শওকত খান জানান, সকালে আমি বাজারের হোটেল থেকে পরোটা নাস্তা আনতে যায়।নাস্তা কিনে বাড়ি এসে দেখি ঘরের দরজা বন্ধ। আমি ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে।পরে ঘরের পিছনের জানালার পাশে যায়। এসময় আমার ছেলে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিতে থাকি।পরে এলাকাবাসীরা এসে ঘরের দরজা ভেঙ্গে আমার ছেলেকে মৃত্যু অবস্থায় আড়া থেকে নামিয়ে আনা হয়। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজা জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনা স্থালে হাজির হয়ে ওই যুবকের লাশ দেখি। কি কারণে সে আত্মহত্যা করলো বুঝতে পারছিনা। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version