অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তের হামলায় এক যুবক মারাত্মক আহত

 

মোঃ কামাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগরে পুর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহাআলম মীর(৪০) নামের এক যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ফজলু মৃধার ভাটা সংলগ্ন মেহগনী বাগানে এঘটনা ঘটেছে। আহত শাহআলম উপজেলার শংকরপাশা গ্রামের শাহিনপাড়া এলাকার মৃত আবুল মীরের ছেলে। জানা গেছে, সে ঘাট থেকে সার কয়লা বোঝায় ট্রাক বাঁধার কাজ করতো। এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার দুপুরের পরে রশিদ নামের এক ব্যক্তি শাহ আলমকে ফোন করে পার্শ্ববর্তী ফজলু মৃধার ভাটা সংলগ্ন মেহগনী বাগানে ডেকে নিয়ে আসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । পরে আহত শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দু’পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version