অভয়নগরে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

ইসলাম সদস্য সচিব প্রাক্তন ছাত্র পরিষদ,ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান,এস এম রিজাউল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন।

রকিবুল ইসলাম রুবেল, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডি,আই,এন,জি,্এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক এস এম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।২২(সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে ডি,আই,এন,জি,্এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিদ্যালয় এর মিলনায়তনে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মো.জাকির হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এম নজরুল ইসলাম-সাবেক সভাপতি ডি,আই,এন,জি,্এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়,এম এম নজির আহমেদ- সাবেক সভাপতি ও দাতা সদস্য ডি,আই,এন,জি,্এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়,বি এম আবুল কালাম আজাদ- সাবেক সভাপতি ডি,আই,এন,জি,্এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়,এস এম জাহাঙ্গীর আলম- চেয়ারম্যান সিটি পলিটেকনিক,মো.আনোয়ার হোসেন- অধ্যপক বি এল কলেজ খুলনা,এম এম আনোয়ারুল ইসলাম সদস্য সচিব প্রাক্তন ছাত্র পরিষদ,ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান,এস এম রিজাউল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন।

Exit mobile version