অরবিন্দ শিশু হাসপাতালের দুস্থ গরিব রোগীদের সহযোগিতায় যাকাত ফান্ডে অর্থ প্রদানে বিত্তশালী ব্যক্তিদের কাছে সভাপতি আব্দুস সামাদের আহবান

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরসহ সারা উত্তরবঙ্গে একমাত্র মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বেসরকারী হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালে দুস্থ্য অসহায়, অস্বচ্ছল রোগীদের সহযোগিতার জন্য হাসপাতাল যাকাত ফান্ডে সমাজের বিত্তশালী ব্যক্তিদের অর্থ প্রদানের আহবান জানিয়েছেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ।
২৪ মার্চ সোমবার অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের হাতে দাতা ও আজীবন সদস্য প্রকৌশলী এম বিল্লাহ মোহাম্মদ আলীর দেওয়া ১ লক্ষ টাকার চেক, আজীবন সদস্য প্রকৌ: মোঃ জাহেদুর রহমান ও তার ভাই জামিলুর রহমান দুজনের এক লক্ষ টাকার চেক গ্রহন করার সময় সভাপতি আব্দুস সামাদ বলেন, অরবিন্দ শিশু হাসপাতালে দূর দুরান্ত হতে অনেক গরিব অসহায় অস্বচ্ছল রোগীরা আসেন। যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেন না। তাদের জন্য আমরা যাকাত তহবিল ও পোর ফান্ড এর তহবিল থেকে সহযোগিতা করে থাকি। এই ফান্ডগুলোকে সমাজের বিত্তশালী ব্যক্তিদের নিকট যাকাতের অর্থ এবং পোর ফান্ডের জন্য আর্থিক অনুদান প্রদানের জন্য আহবান জানাচ্ছি। এসময় হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ রেজাউর করিম, সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সহিদুর ইসলাম খান (শাহিন খান), ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায় সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও যাকাত ফান্ডে সমাজের অনেক দানবীর ব্যক্তি যাকাত অর্থ প্রদান করেছেন।

Exit mobile version