আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবীতে মিরসরাইয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা আদায় করেছেন মিরসরাই পৌরসভার সর্বস্তরের জনতা। গায়েবানা জানাজার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা অংশে বিক্ষোভ মিছিল করেন সাধারণ জনতা। বুধবার (২৭ নভেম্বর) বিকালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ববর্তী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ৫ শতাধিক লোক অংশগ্রহণ করে। এসময় বক্তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’ ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’; ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা শফিকুল আলম শিকদার, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা শাহেদুর রহমান। বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের আহবান জানান এবং ইসকনকে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
এদিকে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ইসকন নিষিদ্ধের দাবীতে বারইয়ারহাট পৌরসভা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এছাড়া ইসকন নিষিদ্ধের দাবীতে তৌহিদী জনতার উদ্যোগে ঝুলনপোল বাজার, আবুতোরাব বাজার, বড়তাকিয়া বাজার, মিরসরাই পৌরসভা, জোরারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Exit mobile version