আইনজীবী হত্যা ও চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বেগ

প্রেস বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি, বাংলাদেশ চ্যাপ্টার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) বিপ্লব পার্থ কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি। সেদিন আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। আমরা এ ঘটনায় মর্মাহত এবং শোক প্রকাশ করছি। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে ভবিষ্যতে এমন ঘটনার কোন পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী হত্যা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে যাতে কোন গোষ্ঠী সাম্প্রদায়িক তৎপরতা চালাতে না পারে সেজন্যও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা রাখায় আহ্বান জানিয়ে বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেফতার করতে পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে, জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মানবাধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

Exit mobile version