আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া
শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পাইপ গান, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও চারটি হাঁসুয়া উদ্ধার ও এমদাদুল হক (৩৪) নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, এমদাদুল হক বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার।
যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান। ঘরে তল্লাশি করে একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি চায়না রাইফেলের গুলির খোসা, পাঁচটি ককটেল, চারটি বড় হাঁসুয়া ও একটি ছোরা পাওয়া যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মোঃ মিষ্টার

Exit mobile version