আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালবাসা মানে সেক্স

স্বাদের আশায় ভিন্ন মানুষ ।

আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালবাসা মানে সেক্স ৷

২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি এটা প্রয়োজন হয়ে দাড়ায় ।কিছু মাস বা ১/২ বছর পর এমন এক পরিস্থিতি দাড়ায় , এক জিনিস কয়দিন ভাললাগে ?নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ ।

কিন্তু এটা চরম ৯৯% ক্ষেত্রে এটা সত্য যে কোনস্বার্থ ছাড়া শারীরিক সর্ম্পকের পর কোন ছেলে ঐ মেয়েকে তার ঘরের বউ হিসেবে চায়না ।

মেয়েদের বলছি , আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম ,একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড় ,পরিবারকে রাজি করানো ,মোহরানা ,বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার , এর পর সে তোমাকে পাবে , এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাবে ? বিয়ে না করে ২টা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে । নিজেকে সস্তা করো না ।

ছেলেদের বলছি , যে মেয়েটার ক্ষতি করছো , করো । একবার ভাবো , তোমার আদরের লক্ষি বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটি আনিস , অনেক কষ্ট করে খুজে এক ভাল পাএ জোগার করলে তাকে সুখি দেখতে চাও । এখনসে এসে বললো ভাইয়া নেটে আমার ভিডিও আসছে ।কেমন লাগবে তোমার ?তাই সময় থাকতে সাবধান হউন ৷একমত থাকলে লাইক দিয়ে জানান।।

Exit mobile version