মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 – April 20 )
কর্মক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। পাকাপাকি ভাবে চাকরি হতে একটু সময় লাগবে। নিজের সত্ত্বা ধরে রাখুন তবে যাই করবেন মন দিয়ে করবেন।
বৃষ/Taurus রাশিফল Rashifal ( April 21 – May 21 )
কর্মক্ষেত্রে উন্নতি হবে। পরস্পরের মধ্যে যোগাযোগ ঠিক করুন। নয়তো সমস্যা হতে পারে। সহকর্মীদের কারণে বিব্রত হতে পারেন। গুরুত্বপূর্ণ সুযোগ এলে হাত ছাড়া করবেন না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 – June 21 )
সম্ভবত পেশাদার অগ্রগতির জন্য সামাজিক যোগাযোগের উপর এখন বেশি নির্ভরশীল হতে হবে। অতীতের প্রেমের সংযুক্তি লাভ দেবে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নিজেকে শক্ত রাখুন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 – July 23 )
ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে। উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন। ইতিবাচক পরিস্থিতি উপেক্ষা করলে মুশকিলে পড়বেন। সময় কঠিন যাবে তবে শেষ পর্যন্ত ভাল হবেই।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 – August 23 )
নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রম বজায় রাখুন। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার সম্পদ। ছোটোখাটো কিছু অসুবিধা হলেও সহজেই সমাধান হবে। সমস্যা মোকাবিলা করতে আপনার জুড়ি মেলা ভার।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 – September 23 )
ব্যয় করবেন ভাল, তবে নিজের সামর্থেই করুন। আইনি থেকে পেশাগত দিকে কাগজপত্র সঠিক ভাবে পরীক্ষা করবেন। আর্থিক বিষয়ে পরিবর্তন ঘটতে পারে। সম্পর্কের দিকে নজর রাখবেন, চেষ্টা ছাড়বেন না।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 – Oct 23)
অংশীদারদের পক্ষ থেকে সহমত মিলবে না। তবে একা সিদ্ধান্ত নিলেও ভালই হবে। সামাজিক নানান কাজে নিজেকে নিয়োগ করুন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। জীবনে প্রেম আসার সম্ভাবনা প্রবল।
বৃশ্চিক/ Scorpio রাশিফল rashifal ( Oct 24 – Nov 22 )
অন্যের প্রতি মনোবৃত্তি ভাল রাখুন! সমস্যায় পড়তে পারেন। ভ্রমণের পরিকল্পনা দেরিতে হতে পারে। গোপনীয় পরিকল্পনা কার্যসিদ্ধি করতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 – Dec 22)
খামোকা অন্যের সমস্যায় জড়াবেন না। কিছু গুরুতর সমস্যা থেকে মুক্তি পেতে আপনার ওপর অনেকেই নির্ভরশীল। কাজের মধ্যে থাকুন, মানসিক চিন্তা দূরে রাখুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 – Jan 20)
পারিবারিক অশান্তি দেখা দিলেও কথোপকথন পরিস্থিতি স্বাভাবিক করবে। নিকটবর্তী কোনও মানুষের জন্য খারাপ সংবাদ অপেক্ষা করছে। তদের পাশে থাকুন! কর্মক্ষেত্রে বিচ্যুতি ঘটতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 – Feb 19)
সাজানো কিছু পরিকল্পনা চোখের সামনে সম্পন্ন হবে। ধারে কাছের লোকজন অযৌক্তিক মেজাজে থাকতে পারেন। শত্রুদের প্রতি কিছু সময়ের জন্য সদয় হন।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 – Mar 20)
নিজেকে দৃঢ় এবং দক্ষ তৈরি করুন। কোনও কাজ করার আগে ভাল করে দেখে বুঝে নিন। তবে প্রতিটি একক ক্ষুদ্র বিবরণ যদি মোকাবিলা করেন তবে অবশ্যই আপনি শীর্ষে আসবেন।