আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে আটক ৫,ভিকটিম উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক এবং ১ ভিকটিম উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলায় আত্রাই থানার চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত দের ৮ নভেম্বর শুক্রবার নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এরশাদুল ইসলাম সুমন(৩৯)। তাকে আত্রাই থানার ১০ অক্টোরব তারিখে ২ নং মামলায় আটক করা হয়। দারিয়াগাথী গ্রামের নফেল প্রাং এর ছেলে আবু সাঈদ(৪২) । তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা রয়েছে। তাকে ভিকটিমসহ সিরাজগঞ্জ জেলা হতে উদ্ধার করা হয়।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো, সদুপুর গ্রামের জমসেদ শেখের ছেলে মিলন শেখ ওরফে দাউদ সিকদার(৪০), ভরতেতুলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ঝন্টু হালদার এবং শলিয়া গ্রামের কফিল উদ্দিন প্রাং এর ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে চান্দু।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, বিজ্ঞ আদালত হতে আদেশ পেয়ে ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও মামলাভুক্ত ৫ আসামী আটক করা হয়। সেইসাথে এক জন ভিকটিমকে উদ্ধা করা হয়।

 

Exit mobile version