আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা গিলে খাচ্ছে আওয়ামীলীগ নেতা কন্ট্রাক্টর আনোয়ার, নীরব প্রশাসন

এ ব্যাপারে জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পযন্ত প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ হয়নি
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের জায়গা গিলে খাচ্ছে কন্ট্রাক্টর আনোয়ার। রাঙ্গাদিয়া পুলিশ ফাড়িঁর পাশে ও মেরিন একাডেমীর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলে নিয়ে গড়ে তুলছে স্থাপনা। মেরিন একাডেমীর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে তুলছে বালু উত্তোলনের মহাযজ্ঞ । কর্ণফুলীনদী থেকে অবৈধভাবে বালু তুলে প্রতিদিন শত শত ট্রাক বালু বিক্রয় করা হলেও রহস্যজনকভাবে প্রশাসন নীরব। সচেতন মহল  মনে করেন কন্ট্রাক্টর আনোয়ার একের পর এক পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলে নিলেও পানি উন্নয়ন বোর্ডের কোন হস্তক্ষেপ না থাকায় তিনি দিনে দিনে বেপরোয়া হয়ে একের পর এক জায়গা দখলে নিচ্ছে বলে জানান। এজন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করেন। এতো জায়গা দখলে নিয়েও ক্ষান্ত হননি কন্ট্রাক্টর আনোয়ার। দিন দুপুরে মেরিন একাডেমীর পাশে টিন দিয়ে ঘেরাও করে আরো জায়গা দখলে নিয়ে নিচ্ছে। স্থানীয় জনগন জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করেই একের পর এক দখলে নিচ্ছে এই সব দামী জায়গাগুলো। এবং অবৈধ বালু উত্তোলনের মহাযজ্ঞের জন্য প্রতি মাসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাসিক মাসোয়ারা নেওয়ার অভিযোগ তুলেন সেখানে কর্মরত সাধারণ শ্রমিকগন। কন্ট্রাক্টর আনোয়ারের দখলের রামরাজত্বে কাছে অসহায়ের মতো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, কন্ট্রাক্টর আনোয়ার বর্তমান ভূমিমন্ত্রীর সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করে মন্ত্রী মহোদয়ের ক্লীন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতেছে। তিনি বিভিন্ন জায়গায় মন্ত্রী মহোদয়ের পিএসের প্রভাব খাটান বলে স্থানীয়নরা জানান। তার রয়েছে এলাকায় দখল বাজদের একটি গ্রুপ। তার ছেলে বিগত জোট সরকারের আমলে বিএনপি নেতা পরিচয়ে দাপট দেখাতো। এখন কন্ট্রাক্টর আনোয়ার আওয়ামীলীগের ভয় দেখান। একসময়ে আওয়ামীলীগের নীরব ভূমিকায় থাকা আনোয়ার এখন অবৈধ টাকারজোড়ে হয়ে গেছেন আওয়ামীলীগের অর্থসম্পাদক। তার রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া দখলবাজ আনোয়ারের সম্পদের হিসাব নিতে দূর্ণীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন একাধিক ব্যবসায়ীরা। আনোয়ারার আওয়ামীলীগের একাধিক ত্যাগী নেতারা জানান, মন্ত্রী মহোদয় কন্ট্রাক্টর আনোয়ারের লাগাম টেনে না ধরলে এর হেসারত দিতে হতে পারে আওয়ামীলীগকে। ত্যাগী নেতারা আরো জানান, টাকার কাছে যদি আওয়ামীলীগ হেরে যায় তাহলে ত্যাগীদের শ্রম বৃথা যাবে মূলদলের জন্য হবে এটা একটি অনশীসংকেত। বর্তমান সরকার ও বর্তমান ভূমিমন্ত্রী অবৈধ দখলবাজদের ব্যাপারে কঠোর বার্তা দেওয়ার পরেও কন্ট্রাক্টর আনোয়ার কোন খুঁটিরজোরে এমন বেপরোয়া তাহা অনুসন্ধানে নেমেছে অনুসন্ধানী চট্টগ্রামের মিডিয়ার একটি টিম।
Exit mobile version