আন্তর্জাতিক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব

উদ্যোক্তা
বিশ্লেষণে বিগ ডেটা এবং মেশিন লার্নিং এর গুরুত্ব নিয়ে এক আন্তর্জাতিক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা

স্কুল অব ইকনোমিক্সের

উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব

 

ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম
দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে কারণ
তারা অর্থনৈতিক বিশ্লেষণ, বিগ ডেটা, মেশিন লার্নিং, সামাজিক উদ্ভাবন, সৃজনশীলতায়
ভালভাবে দক্ষ মতামত আন্তর্জাতিক ওয়েবিনারে অগ্রণী
বিশেষজ্ঞ।উদ্যোক্তা বিশ্লেষণে বিগ ডেটা এবং মেশিন লার্নিং এর গুরুত্ব নিয়ে এক 

 

আন্তর্জাতিক অনলাইন
অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকনোমিক্সের

উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব । মঙ্গলবার অনলাইনে বিভিন্ন দেশ থেকে

বক্তারা সংযুক্ত হন। এসময় তারা বলেন, মেশিন লার্নিং ও ডেটা

এনালাইটিকসের চাহিদা বাড়তে থাকায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড়

পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তাই মেশিন লার্নিং এবং ডাটা

অ্যানালাইটিকসের যেকোনো দক্ষতা একজন কর্মীকে এগিয়ে রাখবে। অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর পারুল খান্না। সভাপতি হিসেবে

উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর ড মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন,

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাস্টার্স অব ইকনমিক্স(এন্ত্রেপ্রেনেউরশিপ ইকোনমিক্স) এবং পিজিডি কোর্সে বিগ ডাটা এবং

মেশিন লার্নিং এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। যাতে করে দেশে দক্ষ মানব সম্পদ

গড়ে তুলা জায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর রিংকু শর্মা

ডিক্সিট।

 

 

প্রফেসর রিংকু শর্মাডিক্সিট বলেন যে বড় তথ্য এবং
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উদ্যোক্তা উন্নয়ন ত্বরান্বিত করা ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড.
পারুল খান্না বলেন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি কর্মসূচি দেশ ও
বিশ্বের বর্তমান পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে।এছাড়াও, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড
সুদিপ্ত ভট্টাচার্য,

 

ড দিপিকা কুন্দাল, ড
কুনাল শীল, ড প্রাঞ্জল কুমার পুখান, সহকারী অধ্যাপক

 

রেহেনা পারভিন, সহকারী
অধ্যাপক ড সারা তাসনিম, এবং প্রভাষক শামিম আহমেদ।

Exit mobile version