আন্তসম্পর্ক উন্নয়নে নজির রাখবে বেরোবি প্রশাসনের  ইফতারের উদ্যোগ গ্রহণ

বেরোবি প্রতিনিধি,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম রমজানে ইফতারের আয়োজন করা হবে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইফতার কমিটির আহ্বায়ক ড. মো.ফেরদৌস রহমান।
তিনি বলেন, প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ইফতার করবেন উপাচার্য স্যার।বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দাওয়াত দেন।
তিনি বলেন, প্রথম রমজানে আমরা সবাই এক সাথে ইফতার করব।
প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আন্ত:সম্পর্ক উন্নয়নে এ সকল আয়োজন ভূমিকা রাখবে।আমাদেরকে নিয়ে উপাচার্য স্যারের এসব আয়োজন আরও থাকুক।তিনি আমাদেরকে নিয়ে অনেক কাজ করছেন।তার এ সৎ উদ্যোগ অব্যহত থাকুক।
Exit mobile version