আপনার অভিজ্ঞতা থেকে আমাকে একটা উপদেশ বা পরামর্শ দিন যাতে আমার জীবনটা সাজাতে পারি?

বিবাহিত বাস্তবতা :

কামাই থাকলে জামাই লাগে না- এর চেয়ে ফালতু কথা আর হয় না!

অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে নিলে, ‘আগে জীবন, পরে অফিস’ বলার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুক না কেন, স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেয়ার জন্য `জামাই` থাকা লাগে।

মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য `জামাই` থাকা লাগে।

দিনশেষে প্রিয়তমার জন্য ডার্ক চকোলেট, অন্য হাতে শাকের আঁটি নিয়ে হাসিমুখে ফিরতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দু’টি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে ছয় ডিজিটের স্যালারি পাওয়ার থেকেও বরের কাছ থেকে ছয়শো টাকা দামের শাড়ি উপহার হিসেবে পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত। কারণ, নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায়। কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না!

জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রয়োজন প্রিয় পুরুষের, প্রিয় নারীর। পুরুষের দেয়া সামান্য ভালোবাসাও নারী শতগুণ বাড়িয়ে তুলতে পারে। তবে পুরুষ যদি খালি হাতে ফিরিয়ে দেয়, জেনে রেখো, নারীও একা কিছুই নয়!

(বি:দ্র: যদি ভালো লাগে তাহলে আপভোট দিয়ে উৎসাহিত করে ও অনুসরণ করে পাশে থাকবেন, ধন্যবাদ)

Exit mobile version