শিক্ষিত ও সনদধারী বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী

 

রাবি প্রতিনিধি:
আমরা শিক্ষিত ও সনদধারী বেকার তৈরি করতে চাই না। দক্ষ মানবশক্তি তৈরি করতে চাই। যারা বিশ্বে প্রতিনিধিত্ব করবে। তাদের শুধু জ্ঞান-বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ ও মানবিক গুনাবলি থাকলেই হবে না। বিশ্বনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। এজন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে তার কিছুটা পরিবর্তন করতে হবে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রথাগত পদ্ধতির বাইরে বেরিয়ে আসতে হবে। আজকে যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। চতুর্থ বিপ্লবের যে বড় চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবিলা করতে এখনই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় অনেক অনেক গুনিজন ও শিক্ষাবিদ সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে অগ্রগতি তে এগিয়ে যাচ্ছে সেই গতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তার হাতকে শক্তিশালী করতে শিক্ষাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গুনগত মান উন্নয়নে চেষ্টা করতে হবে। তাছাড়া শিক্ষার্থীকে জ্ঞান দান করলাম, সাটিফিকেট দিলাম, সে বেরিয়ে গেল নিজের কর্মসংস্থান করতে পারলো কিনা, উদ্দোক্তা হতে পারলো কিনা, সে কোথাও ভালো চাকরি পেল কিনা। সে ব্যাপারে আমাদের দায়িত্ব নাই , তা যেনো না হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোরাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, স্বাগত বক্তা ছিলেন অধ্যাপক মলয় ভৌমিক।
এর আগে বেলা ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ড. শহীদ শামসুজ্জোহা মাজার, কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দশতলা বিশিষ্ট শেখ হাসিনা আবাসিক হলের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

Exit mobile version