আমাকে মা বিয়ে দিচ্ছো? আমি কি দোষ করেছি মা?

আমার তো ১৮ বছর হয় নি তাহলে বিয়ে কেন দিচ্ছো?
সুখে থাকবো বলে বিয়ে দিচ্ছো তাই না?
দেখো মা ওরা আমাকে কতো সুখে রেখেছে।
নরপশুর মতো ছিড়ে খেয়েছে।আমার জীবন তো শেষ করে দিয়েছে।
টাকাওয়ালা দেখে বিয়ে দিয়েছো সুখে থাকবো বলে কিন্তু আমার সুখ কই?
আমাকে তো মানুষের সাথে বিয়ে দাওনি অমানুষের সাথে বিয়ে দিয়েছো।
আমার ইচ্ছে গুলো কবর দিয়ে দিছিলাম তোমাদের জন্য। একবার ও জিজ্ঞেস করো নি আমার কি বিয়ে করার ইচ্ছে আছে কি না?
চুপ করে সব অত্যাচার সহ্য করে ছিলাম। এখন দেখো মা তোমার মেয়ে কতো সুখে আছে।
সকল বাবা -মার উদ্দেশ্য বলছি মেয়েকে বিয়ে দিবেন ভালো কথা।আগে ছেলে দেখে নিন।ছেলের চরিত্র কেমন তার পরিবার কেমন। শুধু টাকা পয়শা দেখেই মানুষ চেনা যায় না।এতো এতো টাকা পয়শার আড়ালে লুকিয়ে আছে নরপশু।
বিয়ে দেওয়ার আগে মেয়ের মতামত নিন মেয়ে বিয়ে করতে চায় কিনা।সব দিক বিবেচনা করে মেয়ের বিয়ে দিন।
Exit mobile version