প্রশ্ন: বিয়ের পর আমার জীবনটা একদম বদলে গিয়েছে। বিয়ের আগে আমি বেশ ভালো ছিলাম। বেশ অন্যরকম সময় কাটত। বাবা এবং মায়ের সঙ্গে খুব ভালো সময় কাটাতাম আমি। আমার সম্বন্ধ করে বিয়ের ঠিক হয়। তখন ভেবেছিলাম, বিয়ের পর আমার সেই জীবন অন্য়রকম হবে। হয়তো আরও অনেক ভালো ভালো মুহূর্ত আমি সঞ্চয় করে রাখতে পারব। কিন্তু তা হয়নি। বিয়ের পর থেকে আমার জীবনটা প্রায় নরকের মতো হয়ে উঠেছে। আমার বাবা এবং মায়ের সঙ্গেই থাকি। আমার স্ত্রীও এই বাড়িতেই থাকে।
কিন্তু ওর সঙ্গে আমি একটুও শান্তি পাই না। অথচ, বিয়ের আগে এসব কিছুই বুঝতে পারিনি। তখন মনে হয়েছিল, এই মেয়েটিকে বিয়ে করলে আমি খুব সুখী হব। কিন্তু ও বাড়ির মধ্য়ে যা শুরু করেছে, তা মেনে নেওয়া খুব কঠিন হয়ে উঠেছে আমার জন্যে। আজ বাধ্য হয়ে বিশেষজ্ঞের কাছে লিখে পাঠাচ্ছি, অনুগ্রহ করে পরামর্শ দিয়ে সাহায্য করুন। (প্রবন্ধে ব্যবহৃত সব ছবি প্রতীকী, সৌজন্য- istock)
গালিগালাজ করে স্ত্রী
আমার স্ত্রীর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। যখন ওর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়, তখন বুঝিনি সব এরকম ওলটপালট হয়ে যাবে। ও যথেষ্ট আধুনিক। নিজের মতো থাকতে ভালোবাসে। আত্মবিশ্বাসী। বেশ অন্যরকম লেগেছিল ওকে।
প্রথমবার দেখা হওয়ার পরেই ওকে আমার ভালো লেগে যায়। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে। কিন্তু আমি তখনও কিছু বুঝতে পারিনি। জীবন অনেক সহজ হবে বলেই মনে হয়েছিল। ও এত সুন্দর করে কথা বলত, আমি অবাক হয়ে শুধু শুনতাম। কবে একসঙ্গে সংসার করা শুরু করব, এই ভেবে স্বপ্ন দেখতাম।
ও কাউকে মানতে চায় না
কিন্তু বিয়ের পর এই পরিস্থিতি সম্পূর্ণভাবেই বদলে যায়। তখন আমার মাথা খারাপ হতে শুরু করে। বিয়ের পর আমি এবং আমার বাবা-মা দেখি যে, আমার স্ত্রী বাজে বাজে কথা বলে। আসলে আমাদের উপর খারাপ শব্দ প্রয়োগ করে। গালিগালাজ করতে থাকে। যা আমার জন্যেও খুব অপমানজনক। এবং আমার বাবা ও মাকেও সে ছেড়ে কথা বলে না।
এখন পরিস্থিতি এমন হয়েছে যে, ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনও উপায় আমি দেখছি না। ও এমনিতে ভালোই। ভালোবেসে কথা বলে। যত্ন করে। কিন্তু ওর এই স্বভাবটা মেনে নেওয়া যায় না। ওকে কীভাবে বোঝাব যে, আমাদের বাড়িতে এরকম কথা বলা যাবে না। গালিগালাজ করা যাবে না। এটা অন্যায়?
বিশেষজ্ঞের পরামর্শ(Relationship Tips)
পরামর্শ দিচ্ছেন AIR Institute of Realization and AIR Center of Enlightenment-এর প্রতিষ্ঠাতা রবি। আপনি বিবাহিত এবং আপনার স্ত্রী গালিগালাজ করেন। এই জন্য আপনি ডিভোর্সের কথা চিন্তা করছেন। এটা করবেন না। বরং, প্রথমেই আপনার উচিত আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা। সঠিক কমিউনিকেশন এই সমস্যা সমাধান করতে পারে। তাঁর সঙ্গে ভালো করে কথা বলুন।
সেই কথোপকথনে যেন কোনও জটিলতা না থাকে। তাঁকে বুঝিয়ে বলুন যে, বাড়িতে গুরুজনদের সামনে এই ধরনের শব্দ প্রয়োগ করা ঠিক নয়। একসঙ্গে বসে কথা বলুন। আপনার স্ত্রী কী কারণে এমন করছেন, সেটাও হয়তো আপনার বোঝা দরকার। তিনি হয়তো দুশ্চিন্তার জন্য়েও এমন করে থাকতে পারেন।
দুজনকেই দুজনকে বুঝতে হবে
বিবাহিত সম্পর্ক ঠিক রাখা খুব সহজ নয়। নিজেদের মধ্য়ে বোঝাপড়া না থাকলে অনেক সম্পর্কই ভেঙে যায়। বেশিরভাগ বিয়ে ভেঙে যাওয়ার পিছনে এই কারণটাই থাকে।
একজন হয়তো বোঝার চেষ্টা করেন, আর একজন এই কথা বুঝতেই চান না। কিন্তু দুজনকেই একে অপরের কষ্ট, দুশ্চিন্তা, সমস্য়া বুঝতে হবে। পাশে থাকতে হবে। নাহলে এই সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন হয়ে উঠতে পারে।”
এভাবে সমাধান করতে পারেন
এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, বিশাল ভরদ্বাজও। তিনি একজন রিলেশনশিপ কোচ। “আপনি একদমই ঠিক। যে সঙ্গী তাঁর কথার মাধ্যমে আমাদের উপর অত্যাচার চালান, গালিগালাজ করেন, তাঁর সঙ্গে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এভাবে সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হতে শুরু করবে।
আপনি স্ত্রীর সঙ্গে কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আপনার স্ত্রী যদি চান, তাহলেই একমাত্র এই স্বভাবের পরিবর্তন হতে পারেন। রাতারাতি পরিবর্তন হবেন না। কিন্তু সময় দিলে ঠিক হলেও হতে পারে।”