‘আমি আর শান্ত ব্যাট করছিলাম, উইকেটের আচরণ বদলে গেল’

কেউ ভেবেছিল আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে হেরে যাবে বাংলাদেশ? ২ উইকেটে ১২০ রান থেকে ১৪৩ রানে অল-আউট! শেষ ৭ উইকেট পড়েছে ১১ রানের মধ্যে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশের ব্যাটাররা সেট হয়ে যেভাবে উইকেট বিলিয়েছেন- সেটা বিস্ময়কর। তবে মেহেদী হাসান মিরাজ দায় দিয়েছেন উইকেটের।

শুক্রবার (৮ নভেম্বর) দুবাই থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় প্রথম ওয়ানডে নিয়ে মিরাজ বলেন, ‘উইকেট আশানুরূপ আচরণ করেনি। আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, আমাদের দুজনের কাছে সহজ উইকেট মনে হচ্ছিল। ২০ ওভারের পর বল যখন পুরনো ও নরম হয়ে গেল, হঠাৎ করে টার্ন শুরু হয়ে গেল বেশি। আমি আর শান্ত মাঝখানে খুব সংগ্রাম করছিলাম, সেট হওয়ার পরও।’

 

আফগানিস্তানের তরুণ ‘রহস্য স্পিনার’ আল্লাহ গজনফর একাই নিয়েছেন ৬ উইকেট। ম্যাচসেরা হওয়া গজনফরের ঘূর্ণির সামনে বারবার বোকা বনেছেন বাংলাদেশি ব্যাটাররা। প্রতিপক্ষকে আড়াইশোর নিচে আটকেও বুদ্ধি খাটিয়ে ব্যাট করতে পারেননি। তবু মিরাজ দায় দিয়েছেন উইকেটের, ‘হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে।’

Exit mobile version