আলীকদম (বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় দুইটি এতিমখানায় ও দরিদ্রহীন মেয়েদের চারটি সেলাই সেলাই মেশিন বিতরণ করেন পাবলিক ডোনার বেসরকারী সংস্থা।এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,বাংলাদেশর প্রথম শুটার আতিকুর রহমান।
গত ২৬শে (মার্চ) বিকাল ২.ঘটিকায় আলীকদম অন্তর্গত ২নং চৈক্ষ্যং ইউনিয়নে ১নং ওয়ার্ডে ও শিবাতলী পাড়া শিবাতলী পাড়া আমতলী শাহ মজিদিয়া হেফজখানা ও এতিমখানা, এবং আল হেরা দারুল উলুম মাদরাসা ও এতিমখানা সহ হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এই সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাইফ উদ্দিন জালালী ও চিটাগং লায়ন্স অফ সদস্য বাপ্পি ও বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, মসজিদ কমিটির সভাপতি,মোজাম্মেল হক এবং অত্র হেফজখানা ও এতিমখানার শিক্ষকসহ ছাত্র উপস্থিত ছিলেন।
পাবলিক ডোনার গভর্নর সাইফ উদ্দীন জালালীর উদ্যোগে দুইটি হেফজখানা ও এতিমখানা চাউল,ঢাউল,পেয়াজ,আলু,সোলা,রসুন,আদা,রমজানের ইফতারের খেজুর মুড়ি, বিতরণ করা হয়। একই সাথে এর ধারাবাহিকতায় অতি-দরিদ্রদের মাঝে ৪টি সেলাই মেশিন বিতরণ করেন।
পাবলিক ডোনার বেসরকারি সংস্থা নিপিড়িত মানুষের কল্যাণে নানা ধরণের সামাজিক সেবা মূলক কাজ করছেন চৈক্ষ্যং ইউনিয়নে এ বছরও আগামী রমজানে আরো দুইটি হেফজখানা ও এতিমখানায় খাদ্যাংশ বিতরণ করা হবে।