বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বন্দর শাহী মসজিদ পঞ্চাযেত কমিটির নেতৃবৃন্দ। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় তার উপজেলাস্থ কার্যালয়ে গিয়ে এ সাক্ষাতে মিলিত হন। কমিটির সভাপতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম কর্মকর্তা যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,মোঃ নূর হোসেন,খালিদ সাইফুল্লাহ,বুলবুল আহাম্মেদসহ আরো অনেকে। সম্প্রতি বন্দর শাহী মসজিদ কমিটির বিরুদ্ধে একটি পক্ষের অভিযোগের প্রেক্ষিত্রে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুল রহমান শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির কর্মকর্তাদের আমন্ত্রণ জানান। তারই সুফল হিসেবে সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর শাহী মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন,তাদের কমিটির বিরুদ্ধে একটি পক্ষ যে অভিযোগ দাখিল করেছেন তার কোন ভিত্তি নেই। অভিযোগে বলা হয়েছে পঞ্চায়েত কমিটির ফান্ডে থাকা ৪০ হাজার টাকার মধ্য থেকে ৩০হাজার টাকা কোন ব্যবসায়ীক কাজে লাগানো হয়েছে যা হাস্যকর বটে। কমিটির ফান্ডে ৪০ নয় ৫৮ লাখ টাকা রয়েছে। বিগত কমিটির কাছ থেকে পুঙ্খানুপুঙ্খুভাবে বুঝে নেয়া হয়েছে। যারা আমাদের কমিটি নিয়ে নানা দুর্ণীতি কিংবা অনিয়মের অভিযোগ তুলছেন তাদের কোন নীতি নেই। আমরা সব সময় স্বচ্ছতার সাথে আমাদের কমিটি কর্মকান্ড চালিয়ে যাবো কারো কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বরং তারা প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে পঞ্চাতে ব্যবস্থাকে নস্যাৎ করার পাঁয়তারা চালাচ্ছে। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান কমিটির বিষয়টি অবগত হয়ে কোন প্রকার বিশৃঙ্খলা না করার আহবান জানান।