ইউএস বাংলা কলম যোদ্ধা সম্মাননা পেলেন বেরোবির আল আমিন
বেরোবি প্রতিনিধি:
ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম কর্তৃক ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখেছেন, এরকম কলম যোদ্ধা হিসেবে খেতাব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল- আমিন ইসলাম ।
বাংলা ভাষা ও সাহিত্যের অপার সম্ভাবনার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকার মিশিগান থেকে যাত্রা শুরু করে ‘ ইউ এস এ – বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম ‘ নামের সাহিত্য সংগঠনটি। এখানে বাংলাদেশের প্রায় সব বড় বড় কবি সাহিত্যিকরাও রয়েছেন। তাছাড়াও ভারত, প্রবাসী সব দেশের কবিরাও এতে অংশগ্রহণ করেন। অনেক চুলছেড়া বিশ্লেষণ করে ও লেখার মানের প্রতিও সজাগ রেখে দেয়া হয় এ সম্মাননা।
মূলত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখেছেন তারাই হলেন প্রকৃতপক্ষে কলম যোদ্ধা। সত্য ও ন্যায়ের পক্ষে কলম সৈনিক হিসাবে প্রতিবাদ করেছেন তাদের মধ্যে কয়েকজন কে দেয়া হয় এ সম্মাননা।
উত্তরবঙ্গ থেকে বেরোবির আল আমিনই এবার এ খেতাব অর্জন করেন।এর আগে তিনি ইউ এস বাংলা সাহিত্য সম্মাননা পান।
আল আমিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।তার বাড়ি রংপুর জেলার,
বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে।
এ বিষয়ে আল -আমিন এর কাছে জানলে চাইলে তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ, আমি ইউ এস বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের একজন ক্ষুদ্র লেখক। এখানে দেশ বিদেশের ১২ হাজারের বেশি বাংলা সাহিত্যের লেখক আছেন। নিঃসন্দেহে এটা বাংলাদেশের অন্যতম সেরা সাহিত্যের সংগঠন। এই গনঅভ্যুত্থানে এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য যারা লিখেছেন তাদের মূল্যয়ন করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে সেরা ১০ জনের একজন নির্বাচিত করায় আমি আবেগাপ্লুত। এ অর্জন আমি বেরোবির গর্ব তথা গোটা বাংলাদেশের গর্ব শহীদ আবু সাঈদকে উৎসর্গ করছি। লেখক সমাজের দর্পনস্বরুপ, সমাজের ভালোমন্দ, অধিকার, শোষণ নিয়ে লেখনীর মধ্য দিয়েই ভূমিকা রাখবে এটাই চাওয়া। আমার মতো এই আন্দোলনে যারা কলম দিয় যুদ্ধ করেছেন,স্ব শরীরে যুদ্ধ করেছেন সাহায্য করেছেন সবাইকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। সবার প্রতি আহবান, আসুন সবাই মিলে দেশ সংস্কার করি।”
তাছাড়া ও অন্যরা হলেন
কবি এবিএম সোহেল রশিদ,কবি আতিক হেলাল,কবি মোঃ মুজিবর রহমান বকুল,কবি নাজমুন নাহার, কবি শামছুন ফৌজিয়া, কবি মোঃ দেলোয়ার হোসেন,কবি মোঃ শামীম সরকার,কবি শাহজাহান রবি,কবি কবির আহমদ
উল্লেখ্য যে,
যার হাত ধরে এই সংগঠনটি যাত্রা করে, তিনি হলেন বাংলাদেশের এক বিস্ময় বালক, বৃহত্তর সিলেটের সন্তান জনাব শাহ্ মোঃ সফিনূর । যিনি জীবন-জীবীকার সংগ্রামে সুদূর আমেরিকায় থাকলেও আপন মাটি-মানুষের ভালোবাসা আর সাহিত্যের টানে গড়ে তুলেছেন এই সাহিত্য সংগঠন। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন, সাহিত্যের মাধ্যমে যতটা দেশ এবং জাতি প্রেমের বোধ স্থায়িত্ব লাভ করে, অন্য কোনো মাধ্যমে তা অর্জিত হতে পারেনা।
সময়ের সাথে সাথে আলো ছড়াতে থাকে ‘ ইউ এস এ – বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম। ‘ অতি অল্প সময়ের মধ্যে লেখক-কবিদের ভালোবাসায় সিক্ত হয় সংগঠনটি। বর্তমান সময়ের লেখক-কবিদের প্রাণের প্রিয় সাহিত্য সংগঠনের স্থান দখল করে নিয়েছে একজন শাহ্ মোঃ সফিনূর প্রতিষ্ঠিত ‘ ইউ এস এ- বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।’