ইউক্রেনে জাহাজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি

ইতালিতে যাওয়ার কথা ছিল।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে থাকা জাহাজে নাবিকরা জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন। জাহাজটি দেশটির অলভিয়া বন্দরের জলসীমায় আটকে রয়েছে।

এর আগে বুধবার (২ মার্চ) জাহাজটিতে রুশ বাহিনীর রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই জাহাজেরই নাবিক সালমান সামি।

জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল এক ভিডিও বার্তায় বলেন, আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। একজন মারা গেছেন। আমাদের জাহাজে পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ে আমরা চলছি। আমরাও সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। দয়া করে আমাদের বাঁচান।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়ে যাওয়ায় ২৯ নাবিকসহ সেখানেই আটকা পড়ে জাহাজটি। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে তাদের ইতালিতে যাওয়ার কথা ছিল।

Exit mobile version