ইংলিশ ব্যাটার রেহান আহমেদকে অফ স্ট্যাম্পের বাইরের বলে মেহেদি হাসানের ক্যাচ বানান সাকিব আল হাসান। তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি সাকিব আল হাসানের দখলে বেশ অনেকদিন ধরেই। এবার প্রথম বাংলাদেশি হিসেবে তিন’শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিবের তিনশ উইকেটে মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল চার উইকেট। প্রথম পাঁচ ওভার বোলিং করে তিন উইকেট নিয়ে কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন। নিজের নবম ওভারে রেহান আহমেদকে ফিরিয়ে পূর্ণ করেন তিন’শ উইকেটের কোটা।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ উইকেট শিকার করেছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। পরের তিনটি অবস্থানে আছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৪১) ও রুবেল হোসেন (১২৯)। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ছয় জন বোলার ১০০ উইকেট শিকার করেছেন।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ১০০ কিংবা তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাত্র তিনজন। তাদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১৪তম অবস্থানে আছেন তিনি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট তার।