মোঃ জিয়াউল ফকির,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টেকাব (২য় পর্যায়) প্রকল্পের অধীনে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার, ৩১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব হাসান-বিন-মুহাম্মাদ আলী। তিনি বলেন, “এই প্রশিক্ষণ যুব সমাজকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। যারা এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সফল হবে, তাদেরকে সম্মাননা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, এবং প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন জিয়াউল ফকির, আখতারুজ্জামান মধু, এবং শিরিন আক্তার। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সনদ বিতরণ অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানান।
এই উদ্যোগ যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।