ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

 

ইবি প্রতিনিধি

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৩০৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

এসময় নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগের পক্ষ থেকে ব্যাগ, সিলেবাস ও ফুল তুলে দিয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বিভাগের শিক্ষকরা।

 

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মৌমিতা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম ও অধ্যাপক ড. শাহাবুল আলম।

Exit mobile version