ইবি সিআরসি’র নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত

 

আবিদ হাসান ইমতিয়াজ,ইবি প্রতিনিধি

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানকে সামনে রেখে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর নবীন বরণ এবং “ভলান্টিয়ারিজম ফর চেঞ্জ: অনুপ্রেরণামূলক নেতৃত্ব ও প্রভাব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসি’র উপদেষ্টা অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন ২০২২-২০২৩ অর্থবছরের সভাপতি রনি সাহা, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, ২০২৩-২০২৪ অর্থবছরের সভাপতি শাহেদ কাওসার, সহ-সভাপতি হাসিবুর রহমান, এবং যুগ্ম সম্পাদক মশিউর রহমান, বর্তমান কমিটির সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

 

প্রসঙ্গত, “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানকে ধারণ করে সিআরসি পথশিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুলও পরিচালনা করছে।

Exit mobile version