ইবি সিআরসি স্কুলের নতুন অর্থবছরের ক্লাস উদ্বোধন

 

ইবি প্রতিনিধি

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্কুলের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি ও প্রথম স্কুল পরিচালক মো. শাহীদ কাওসার, সাবেক সিনিয়র স্কুল শিক্ষিকা মোহসিনা খাতুন, সাবেক স্কুল পরিচালক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, বর্তমান স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

ক্লাস উদ্বোধন করেন সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সিআরসি শাখার বর্তমান সহ-সভাপতি মো. মোরছালিন ইসলাম।

 

এ সময় সাবেক সভাপতি মো. শাহীদ কাওসার বলেন, “সিআরসি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা মৌলিক অধিকার শিক্ষা প্রদানে কার্যক্রম চালিয়ে যাবো।”

 

সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, “আমরা আমাদের স্কুল কার্যক্রম চালিয়ে যাচ্ছি শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী ও নৈতিক শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।”

 

বর্তমান সভাপতি ইমদাদুল হক বলেন, “সিআরসি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা কার্যক্রম চালিয়ে যাবে, যার মধ্যে স্কুল পরিচালনা আমাদের অন্যতম।”

Exit mobile version