ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন (ইকো) এর ২৫ বছর পদার্পণে আলোচনা সভা

২৪ বছর পেরিয়ে ইলিভেট ক্যারিয়ার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মানব সেবায় ২৪ বছর পেরিয়ে ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন (ইকো) এর ২৫ বছর পদার্পণ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) বিকেলে খানসামা নাসির মার্কেটে ইকো’র অফিসে সভাটি হয়।
ইকো’র নির্বাহী পরিচালক হুমায়ুন কবির শাহ তুহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ইকো এর ম্যানেজিং কমিটির সদস্য হাসিম আলী, ইকো এর একাউন্টেন্স পায়েল মাহমুদ, আইটি ম্যানেজার শেখ নেছারুল ইসলাম, স্বাস্থ্যকর্মী মোনালিসা মাহমুদ, শেখ জান্নতুন ও ইকো এর সেচ্ছাসেবকগণ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যার ফলে এই এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন আরো ত্বরান্বিত হচ্ছে।
Exit mobile version