ইসলামপুরে অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বিআরডিবি হলরুমে পারি এনজিও’র আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে  অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়।
পারি এনজিও প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন।
সভায় ইসলামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, চিনাডুলি ইউপি চেয়ারম্যান আঃ সালাম,সদস্য দেলোয়ার হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, হত-দরিদ্র দলের সদস্য, শিশু ফোরাম সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি এর্বং সাংবাদিক প্রতিনিধি সহ পারির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক উন্নয়ন,মা ও শিশুর উন্নয়ন,স্বাস্থ্য সেবা নিশ্চিত করন সহ হত দরিদ্রদের জন্য আগামীদিনের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
Exit mobile version