লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময় “এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওয়াল্ড ভিশন ও পারি সংস্থার সহায়তায় উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে থানা মোড় বটতলা চত্তরে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারনম্যান এড. জামাল আব্দু নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,পারি সংস্থার প্রগ্রাম ম্যানেজার কমল পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।