ইসলামপুরে তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।
এতে সহকারী কমিশনার (ভূমি)  রোকনুজ্জামান খান,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন,হিসাব শাখার সহকারী পরিচালক হেলাল উদ্দিন সহ জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,ইউনিয়ন পরিষদ সচিবগন অংশ গ্রহন করেন।
কর্মশালায়ে তথ্য অধিকার আইন,তথ্য সংরক্ষন,তথ্য লাভের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
Exit mobile version