ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

লিয়াকত হোসাইন লায়ন, জামালপ্রু প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার সাংবাদিক সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী ভূমি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, দৈনিক যুগান্তর ইসলামপুর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, দৈনিক ইত্তেফাক ইসলমাপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, দৈনিক মুক্তআলো প্রতিনিধি কোরবান আলী, দৈনিক মানবজমিন প্রতিনিধি ইয়ামিন মিয়া,দৈনিক জনকন্ঠ নিজস্ব সংবাদদাতা ইসলামপুর সৈয়দ এনামুর রকিব প্রমুখ।
বক্তারা শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

Exit mobile version