লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই আলোকে জামালপুরের ইসলামপুরে ফেসবুক গ্রুপ মেট এর উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ক্রিকেট একাদশ ক্লাবের সহযোগিতায় ২৮ জানুয়ারি সন্ধ্যায় ইসলামপুর আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সরকার পাড়া একাদশ ও উত্তরণ ইয়ং স্টার ক্লাব। খেলায় সরকার পাড়া একাদশ ৪ উইকেটে বিজয় লাভ করে। পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্ট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল।
এ সময় বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন,কাউন্সিলর জুলহাস মন্ডল,মোহন মিয়া,অধ্যক্ষ ফেরদৌস রহমান টিটু,সাবে ছাত্রনেতা বিপ্লব মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।