বন্দর প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর যুব সম্মেলন ২০২৫ইং ২১ মার্চ শুক্রবার বিকেল ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)মুফতি আরিফ বিন মেহের উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোঃ মোবারক হোসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মোঃ রাকিব হোসেন ইসমাঈলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসেম,বন্দর উত্তর শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন,বন্দর থানা পূর্ব শাখার সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম মাষ্টার,ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা হাজী মোঃ শাহ আলী,মুফতী সালমান রফিকী,মোঃ মাজহারুল ইসলাম,মোঃ আবু তাহের ও মোঃ মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম,মোঃ জুয়েল হোসেন খাঁন,মোঃ শফিকুল ইসলাম,মাওলানা মোঃ রেজাউল করিম, মুহাম্মদ নাইমুল ইসলাম, শাকিল আহমেদ,আবির হোসেন আবির,হাসান মাহমুদ খান, মুহাঃ হাসান, মুহাম্মদ আবুল কালাম, আব্দুর রহমান ভাষানী, শফিকুল ইসলাম,মিজানুর রহমান, সজিন লেসন, রবিন, বুলবুল আহমেদ কামাল হোসেন প্রমুখ। পরিশেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মোঃ রাকিব হোসেন ইসমাইল, সহ-সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম,সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাকিল আহমেদ নির্বাচিত হন।
ইসলামী যুব আন্দোলন বন্দর পশ্চিম এর সম্মেলন অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;