আজ ৬ ফেব্রুয়ারী সোমবার,বাদ মাগরিব চাঁদমারী এম.সি. অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগরের আওতাধীন মডেল দক্ষিণ থানা শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাসান মাহমুদের সঞ্চালনায় থানা যুব সম্মেলন-২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) মাওলানা মুহাঃ আল-আমিন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আইয়ুব আনসারী এবং থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবমন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।