ঈদুল ফিতরে ওপার বাংলার কন্ঠশিল্পী দেবব্রতের নতুন গান

ঈদে প্রকাশিত হচ্ছে দেবব্রত এর ‘যাচ্ছে তো এভাবে’

—————————————-
ঈদে প্রকাশিত হচ্ছে দেবব্রত এর ‘যাচ্ছে তো এভাবে’

বিনোদন প্রতিবেদক: ২৪ এপ্রিল, ২২ইং
ঈদুল ফিতর উপলক্ষে বর্তমান প্রজন্মের ওপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী দেবব্রত খেটো’র সুর ও কন্ঠে নতুন মর্ডান ক্লাসিক গান ‘যাচ্ছে তো এভাবে’ প্রকাশিত হতে যাচ্ছে।

গানটি লিখেছেন মানিক শিমুল, রেকর্ডিস্টে প্রভু (কলকাতা)। ঈদের দিনে গানটি ভিডিও আকারে ‘ইত্যাদি আইটিভি’র ব্যানারে গানটি প্রকাশিত হবে। শফিউল আলম বাবু’র প্রযোজনায় ও অপু মনোয়ারের পরিচালনায় মডেল করেছেন সাজ্জাদ সাকিব।

দেবব্রত খেটো বলেন, মৌলিক গানের প্রতি সব সময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেক দিন পর নিজের পছন্দমত একটি ভাল কথা ও সুরের গান করলাম। ‘যাচ্ছে তো এভাবেই’ গানটিতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। অপার বাংলার ইউটিউব চ্যানেল ‘ইত্যাদি আইটিভি’ পরিবারের কাছে কৃতজ্ঞতা তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করেছেন। আশা করছি গানটি দুই পাড়ের বাংলা ভাষাভাষী মানুষদের মনরঞ্জন করবে। শ্রোতাদের ভালবাসা আমাকে পরবর্তী কাজে অনুপ্রেরণা জোগাবে। -খবর বিজ্ঞপ্তির

Exit mobile version