ঈদের দিনে যশোরে অর্ধশতাধিক মোটরসাইকেল দূর্ঘটনা সেনা সদস্য ও দুইজন নিহত।। বাসচাপায় ভ্যান চালক নিহত।।

জীবন আচার্য্য (যশোর) :-
ঈদের দিন বৃহস্পতিবার যশোরে পৃথক পৃথক স্থানে অর্ধশতাধিক মোটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় ২৩ গুরুতর আহত ও সেনা সদস্য সহ দুইজন নিহত হয়েছে। হাসপাতাল ও পুলিশ সুত্রে জানাগেছে , ঈদের দিন যশোরের সড়ক মহাসড়ক ফাঁকা থাকায় কিশোর বয়সী চালকেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এই পরিমান দূর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দূর্ঘটনায় ২৩ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সহ অন্যান্য হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া অপর দূর্ঘটনায় মণিরামপুর উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে সেনা সদস্য রাবিকুল ইসলাম রাব্বি ( ২৭) ও যশোর সদর উপজেলার বড় বলিয়াডাঙ্গা গ্রামের মোকবুল হোসেন(৭০) নামের দুইজন নিহত হয়েছে। অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাজার মোড়ে বেনাপোলগামী একটি বাসের ধাক্কায় হাসান নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত হাসান  চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শী একজন জানান, রাস্তার পাশে ভ্যান রেখে ভ্যানের উপর বসেছিল হাসান। এ সময় বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানে সজোরে ধাক্কা দেয় এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। পথচারীরা হাসানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুহিন নামে এক পুলিশ সদস্য জানান, আমরা পেট্রোল পাম্পে ডিউটিতে ছিলাম। খবর পেয়ে এসে দেখতে পায় এক ব্যক্তি বাসচাপায় নিহত হয়েছেন।
Exit mobile version