ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আন্তঃজেলা ও নগর বাস টামির্নাল পুনরায় ইজারা দেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত খাস আদায় চলবে। সে লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩০ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটি গঠন করে দেন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপককে (পরিবহন)। সেইসঙ্গে সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির ভূগোলবিদ, আন্তঃজেলা ও নগর বাস টার্মিনালের সহকারী ব্যবস্থাপক এবং ডিএনসিসির অঞ্চল ৪ এর প্রশাসনিক কর্মকর্তা।