জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের উন্নয়ন চলমান রাখার স্বার্থে অন্যান্য সকল প্রার্থী এক হয়ে বর্তমান চেয়ারম্যান আঃ সালাম ছাড়া নৌকার মনোনয়ন দেওয়ার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গুঠাইল হাই স্কুল হলরুমে মঙ্গলবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম নাজিরের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ.কে এম হাবিবুর রহমান।
এতে চিনাডুলী ইউনিয়নে বাংলাদেশে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহজাহান কবির নিদেনু, শহিদুল আলম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোজাম্মেল হক মজনু মন্ডল, মোতালেব হোসেন, মিজানুর রহমান উজ্জ্বল, সুজাউদ্দৌলা, কামাল উদ্দিনসহ ১২ জন সম্ভাব্য প্রার্থী বক্তব্য রাখেন।
বক্তারা কেন্দ্রীয়,জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট বর্তমান চেয়ারম্যান “আঃ সালাম ছাড়া যে কাউকে নৌকা মনোনয়ন দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবী জানান।