উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সৌদিতে ঈদ উদযাপিত

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সৌদি আরবে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মক্কার স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় মসজিদুল হারামে কঠোর নিরাপত্তায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শেখ সালে আল হুমাইদ।

ফজরের নামাজের পরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ ওমরাহ পালনে যাওয়া বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লি। সব ভেদাভেদ ভুলে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version