এফডিসির গেটে ঘিরে ধরলো জনতার ভিড়, পুলিশের লাঠিচার্জে রক্ষা পেলেন হিরো আলম

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে

বিনোদন ডেস্ক: অভিযোগ-পাল্টা অভিযোগসহ নানা ঘটনার মধ্য দিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির বিরুদ্ধে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন কাঞ্চন-নিপুণ।

আজ বিএফডিসির গেটের কয়েকশ গজ দূর থেকে ‘ওই যে হিরো আলম’ বাক্যটি ভেসে আসতেই স্রোতের মতো শত শত মানুষ সেদিকে ছুটে যান। হাওয়াই মিঠাই রঙের ব্লেজার ও টি শার্ট পরিহিত চিকন গড়নের বহুল আলোচিত হিরো আলমকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। ‘আলম ভাই, আলম ভাই’ ধ্বনিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

 

এত মানুষের ভিড়ে হিরো আলমকে অসহায়ের মতো এদিক-সেদিক তাকাতে দেখা যায়। এসময় কারওয়ান বাজার থেকে হাতিরঝিলমুখী রাস্তায় যানজট লেগে যায়। ভিড় ক্রমেই বাড়তে থাকায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এ সময় ভক্তদের চাপে চিড়েচ্যাপটা প্রায় হিরো আলমকে রক্ষা করতে পুলিশ লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে। এতে কোনোভাবে রক্ষা পান হিরো আলম।

হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন, তাই ভোটাধিকারও নেই। তিনি নির্বাচন কেমন হচ্ছে দেখতে এসেছিলেন। কিন্তু বিএফডিসির গেটে আসার আগেই তিনি ভক্তকুলের ‘অম্লমধুর’ বেড়াজালে বন্দি হন। নানা কারণে ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয়। তার সঙ্গে সেলফি তোলার জন্য শত শত ভক্ত পাগলের মতো ধাক্কাধাক্কি করে ছুটে এসে মোবাইল ফোনে ছবি তোলেন। ভিড়ে হিরো আলমের চিড়েচ্যাপটা হওয়ার আশঙ্কা তৈরি হয়। এসময় পুলিশ এসে ভক্তদের লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে।

Exit mobile version