এমন সিনেমা আমি আগে কখনো দেখিনি

জনপ্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। স্যার পরিচালিত নতুন সিনেমা  ‘যাও পাখি বলো তারে’। এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই ট্রেলার ও গান দেখে গোটা সিনেমার দেখার প্রতি আগ্রহ বেড়েছে, দর্শকের। (৭ অক্টোবর) দেশজুড়ে ছবিটি মুক্তি পেতেই শুরু হয়ে গেছে। সিনেমা হলে দর্শকের ভিড় অনেকেই ছবিটি একবার দেখার পরও দ্বিতীয় বার দেখেছেন। দর্শকরা বলছেন ছবিটি পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি লম্বা সময় যাঁরা ছবি দেখা থেকে দূরে ছিলেন। এই ছবিটি দেখার জন্য তাঁরাও আজ সিনেমা হলে যাচ্ছেন। প্রেমিক তাঁর প্রেমিকার জন্য কী করতে পারে; এটা দেখার জন্যই দর্শকদের ভিড়। ছবিটি দেখার জন্য সবার মতো আমিও অপেক্ষায় ছিলাম আজ ছবিটি দেখে আসলাম ছবিটি আমার কাছেও অনেক ভালো লেগেছে।
এতো সুন্দর লেগেছে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত বলে বোঝানো সম্ভব না।
প্রেম এবং বন্ধুত্ব কাকে বলে এই ছবি দেখলেই বুঝতে পারবেন। বাংলা সিনেমা যে আবারও জেগে উঠেছে তাঁর প্রমান দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ‘মোস্তাফিজুর রহমান মানিক’ স্যার সিনেমাটি দেখে মন ভরে গেছে।এতো বছর ধরে দর্শকরা এমন একটি ছবির জন্যই অপেক্ষা করেছিলেন। এতো সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। এই ছবির পরিচালক ‘মোস্তাফিজুর রহমান মানিক’ স্যারকে ধন্যবাদ জানাই। এবং আমার কাছে মনে হয়, মানিক স্যারকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত। তিনি এর আগেও দর্শকদের ভালো ভালো সিনেমা উপহার দিয়েছিলেন। সেইগুলোও অনেক ভালো ছিল। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা বলা থাকবে যাঁরা এখনো সিনেমাটি দেখেননি তাঁরা আজই হলে গিয়ে সিনেমাটি দেখে আসবেন। মন ছুঁয়ে দেওয়ার মতই একটি সিনেমা। বাংলা সিনেমা আমাদের সিনেমা। বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমাকে ভালোবাসুন।
Exit mobile version