রংপুর বিভাগীয় প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের সুবিধাভোগি গ্রাম সমিতি দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার ৩নং ডোমার ক্লাস্টার অফিসের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ হলরুমে ২৫ জুন রবিবার ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দ:) জান্নাতুল ফেরদৌসী হ্যাপি মেধাবী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, এসডিএফ নীলফামারী জেলা কর্মকর্তা-এমআইএস মো.আব্দুল হালিম, ৩নং ডোমার ক্লাস্টার অফিসার ফজলুল করিম, সিএফ টেকনিক্যাল আহসান হাবিব, সিএফ জহুরুল ইসলাম, সাহাবুদ্দিনসহ গ্রাম সমিতির নেতৃবৃন্দ। প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদেরকে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীগণ তিন বছবে ৭২ হাজার করে টাকা পাবে।
এসডিএফ’র বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান
-
by admin
- Categories: রংপুর বিভাগ
Related Content
পার্বতীপুরে রেললাইনে সার বোঝাই ট্রাক বিকল, ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ
by admin ২৮/০১/২০২৫
ডোমারে এলাকার মানুষের সেবা করতে চায় কুয়েত প্রবাসী নিতাই চন্দ্র রায়।
by admin ২৭/০১/২০২৫
৫ টাকা দরে মিষ্টি ও নিমকি বিক্রি করে সাড়া ফেলেছেন নিজাম উদ্দিন
by admin ২৭/০১/২০২৫
দিনাজপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
by admin ২৬/০১/২০২৫
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন
by admin ২৬/০১/২০২৫