এসডিএফ শুটিবাড়ী অফিসের এককালিন অনুদান প্রদান

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক
প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

(এসডিএফ) আরইএলআই প্রকল্পের শুটিবাড়ী ক্লাস্টার অফিসের আওতাধীন ২৫টি গ্রাম সমিতির
মধ্যে ১৪টি গ্রাম সমিতির ৫৩৫ জন সহায় সম্বলহীনদের মধ্যে বিকাশের মাধ্যমে এককালিন
অনুদান প্রদান করা হয়েছে। প্রত্যেককে ৯ হাজার টাকা ৫৩৫ জনের মধ্যে মোট ৪৮ লক্ষ ১৫ হাজার
আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ১৯ ডিসেম্বর কাকিনা মধ্যপাড়া গ্রাম সমিতি, কাকিনা
দক্ষিণ মিলনপাড়া গ্রাম সমিতি ও পূন্যের ঝাড় পাড়া গ্রাম সমিতি কর্তৃক কাকিনা মধ্যপাড়া
হড়িসভা মাঠে আয়োজিত আর্থিক অনুদান প্রদান সভা খালিসা চাপানি ইউনিয়ন পরিষদ সদস্য
কামিনী কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রনজিৎ কুমার সরকার। সভায় বক্তব্য রাখেন
শুটিবাড়ী ক্লাস্টার অফিসের ক্লাস্টার অফিসার আমিনুল হক, খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের
সদস্য সেলিমুর রহমান, সিএফ( টেকনিক্যাল) মো.মিরাজ উদ্দিন,আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তাগণ বলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ
অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট শুটিবাড়ী ক্লাস্টার অফিসের ২৫টি গ্রাম
সমিতিসহ নীলফামারী জেলার ডিমলা, ডোমার ও সদর উপজেলায় ১২৫টি গ্রাম সমিতিতে প্রকল্প
বাস্তবায়ন করে আসছে।

Exit mobile version