সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লা তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ছাবিকুল ইসলাম ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার তৌহিদী মুসলিম জনতা।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে কলাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলাকান্দি মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ থেকে শুরু করে মাছিমপুর-হাড়াইকান্দি টু খানেবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
তারই কিছুক্ষন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় তিতাস উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে অভিযুক্ত ছাবিকুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন (শোকজ)করেছেন।
বিক্ষোভ মিছিল পূর্বে বক্তারা বলেন, গানের মঞ্চে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও আলেমদের শানে বেয়াদবি করা ছাবিকুল মুসলিম উম্মার দুশমন।
আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই অপমান সহ্য করবো না। তার এই কটুক্তিমূলক মন্তব্যের জন্য অনতিবিলম্বে মুসলিম উম্মার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা না নেওয়া হলে সামনে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন বিক্ষোভ কারীরা।
এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে বিতর্কিত বক্তব্য দেয়া ছাবিকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন তার ফেসবুক আইডিতে লিখেছেন, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: সাবিকুল ইসলামের ওয়াজ মাহফিল সম্পর্কিত বিতর্কিত বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে তিতাস উপজেলা বিএনপিকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।