ওয়াসিম আকরাম মাহমুদউল্লাহ খেলতে নয়, ছুটি কাটাতে এসেছে

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পেছনে বড় দায় ব্যাটারদের। দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম দুই ম্যাচেই চরম ব্যর্থ হয়েছেন। তাদের ফিটনেস, নিবেদন আর মনোসংযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। চলছে সমালোচনা। সেই সমালোচকদের দলে এবার যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ভারতের কাছে হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে টাইগারদের বিদায় নিশ্চিত হয়েছে। ওই ম্যাচে মাহমুদউল্লাহ আউট হয়েছেন ৪ রানে। এরপর সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রর একটি সহজ ক্যাচও ফেলেছেন। তার এই পারফর্মেন্স মানতেই পারছেন না ওয়াসিম আকরাম। এসব সিনিয়রের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল গঠনের পরামর্শও দিয়েছেন তিনি।

 

সেই ক্যাচ নিয়ে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহর সমালোচনা করে ‘ড্রেসিংরুম’ অনুষ্ঠানে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম বলেন, ‘এটা লোপ্পা ক্যাচ ছিল! মনে হচ্ছে মাহমুদউল্লাহ ছুটি কাটাতে এসেছে। না হচ্ছে তার ব্যাটিং, না হচ্ছে বোলিং!’

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ মিলিয়ে ২ রান করা মুশফিকুর রহিমের সমালোচনা করতেও ছাড়েননি আকরাম, ‘বাংলাদেশ মাহমুদউল্লাহ এবং মুশফিকের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছে যারা যথাক্রমে ৩৯ ও ৩৭ বছর বয়সী। সাদা বলের জন্য তরুণ খেলোয়াড়দের তৈরি করুন। এসব অভিজ্ঞদের লাল বলে খেলতে দিন। সাদা বলের ক্রিকেট খেলতে হবে ভয়ডরহীন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা নিয়ে বাংলাদেশের এখনই ভাবা প্রয়োজন।’

 

দলের ব্যর্থতার মাঝে আলো ছড়িয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তার গতির ঝড় নজর কেড়েছে সারা বিশ্বের। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১২ উইকেটের মালিক ওয়াসিম আকরামও প্রশংসায় ভাসিয়েছেন এই তরুণ পেসারকে, ‘আমি প্রথমবার রানার বোলিং দেখেছি। উইলিয়ামসনের সামনে করা তার বলটা দেখুন…পেস দেখুন, ক্যারি, সুইং- দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে। উদযাপনের সময় তরুণরা একটু বাড়তি আনন্দ করতেই পারে।’

Exit mobile version