ওয়ারিশগণের মধ্যে হিংসা বিদ্ধেষ বন্ধে আবাসন গৃহের পরিবর্তে

জমি বরাদ্দের দাবী বীর মুক্তিযোদ্ধার

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত আবাসন গৃহের পরিবর্তে জমি বরাদ্দের দাবী উঠেছে।গৃহের পরিবর্তে জমি বরাদ্দ দিলে ভাগ বন্টন করে মুক্তিযোদ্ধা পিতার সম্পদের অধিকার সব সন্তানই ভোগ করতে পারবে।এ নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মহামান্য রাষ্টপতির নিকট লিখিত আবেদন পেশ করেছেন বান্দরবানের লামায় বসবাসরত অবসরপ্রাপ্ত কর্পোরাল বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আমিন।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।মুক্তিযোদ্ধাদের কষ্টের অন্ত ছিল না । আজ মুক্তিযোদ্ধাদের বেঁচে থাকার মত একটা অবলম্বন হয়েছে। মাসের পর ভাতা পাচ্ছে , তাতে পরিবারের ভরণ পোষণ চলছে । মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকুরীর কোটা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে যথাসম্ভব সহযোগিতা করছে। আবাসন ঘর পাচ্ছে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা হিসাবে গর্বের সহিত কৃতজ্ঞা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি । প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে একটা প্রস্তাব করেন তিনি,তা হলো অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে আবাসন ঘর না দিয়ে সমমূল্যের জমি বরাদ্দ দেওয়ার।কারন হিসেবে উল্লেখ করা হয়, সন্তানরাই উত্তরাধিকার সূত্রে বীর মুক্তিযোদ্ধা পিতার রেখে যাওয়া স্বয় সম্পত্তির মালিক হয়।অধিকাংশ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে উভয়ই থাকে।সেক্ষেত্রে ঘর হলে ঐ ঘরটি ভেঙ্গে ভাগ বন্টন করে নেয়ার সুযোগ থাকে না ওয়ারিশগনের।যা হয়তো একটি ছেলে অথবা মেয়েই ঐ ঘরের অধিকার ভোগ করে। এতে সন্তানদের মধ্যে হিংসা বিদ্বেষ চরম আকার ধারণ করে।ইতিপূর্বে যারা মুক্তিযোদ্ধা ঘর পেয়েছে তাদের সন্তানদের মধ্যে এমন জটিলতা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে পিতার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতা যেভাবে ওয়াারিশগন মিলেমিশে ভাগ বন্টন করে নেয় , তেমনি ঘরের পরিবর্তে জমি বরাদ্দ দিলে ঐ জমি ওয়ারিশগন ভাগ বণ্ঠন করে নিতে পারবে। তাই সন্তানদের মধ্যে হিংসা,বিদ্ধেষ,মারামারি,দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে তিনি রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর নিকট এমন দাবী তোলেন।তার মতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধদের গৃহের বরাদ্দ না দিয়ে জমি বরাদ্দ দিলে ভাগ বন্টন করে মুক্তিযোদ্ধা পিতার সম্পদের অধিকার সব সন্তানই ভোগ করতে পারবে।এতে সন্তানদের মধ্যে কোন প্রকার হিংসা বিদ্ধেষ থাকবে না।
সংবাদ প্রেরক

Exit mobile version