কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি

কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা ৪ দিনের ভারী বর্ষণ পাহাড়ী ঢলে ও বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে প্রায় ৪০ টির গ্রামের হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়েছে পড়েছে ৩০ হাজারের বেশী মানুষ। অনেক ঘরবাড়ি, এলাকার রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়েছে। ঘরবাড়ির আসবাবপত্র, গবাদী পশু, ধান,পানের বরজ ও মাছ চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নম্বরীপাড়া, পাইন্যাশিয়া,সোনাইছড়ি, সোনারপাড়ার ঘাটঘরপাড়া, ডেইলপাড়া, মনখালী, হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া, রুমখাঁপালং, বড়বিল, পাতাবাড়ি, নলবুনিয়া, খেওয়াছড়ি, বৌ বাজার, কুলাল পাড়া, মনির মার্কেট, পাগলির বিল, রাজাপালং ইউনিয়নের কুতুপালং, মাছকারিয়া, লম্বাশিয়া, তুতুরবিল, হিজলিয়া, পিনজির কুল, রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা , পশ্চিমরত্না, বড়ুয়াপাড়া, খোন্দকারপাডা, গয়ালমারা ও পালংখালী ইউনিয়নে থাইংখালী, রহমতের বিল, বালুখালী,তেলখোলা, আঞ্জুমানপাড়া, ফারিরবিল সহ ৪০ টি গ্রাম পানি তলিয়ে গেছে। চারদিকে পানি আর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক গবাদী পশু মারা যাচ্ছে। পানের বরজ সহ কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। জনগণের শরম দুর্ভোগ বেড়েছে।

Exit mobile version