কক্সবাজারের পেকুয়ায় স্বামীর করা মামলায় স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় পরকীয়ায় জড়িয়ে ১ বছর বয়সী দুগ্ধপোষ্য শিশু সন্তান রেখে স্বামীর সর্বস্ব নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্বামীর সংসার পালানো স্ত্রীকে, ভুক্তভোগী স্বামী বেচারার করা প্রতারণা মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছে পেকুয়া থানার পুলিশ। অভিযুক্ত গ্রেফতারকৃত গৃহবধূ শারমিন আক্তার (২২) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া গ্রামের হাফেজ আহমদের কন্যা।
মামলার বাদী ও অভিযুক্ত-গ্রেফতারকৃত স্ত্রীর স্বামী ভুক্তভোগী প্রতারিত-নিঃস্ব আবদুর রহিম (২৬) একই উপজেলার টৈইটং ইউনিয়নের ছনখোলার জুম গ্রামের আবদু ছবুরের পূত্র।
জানা যায়, গত ২০১৮ সালের ১৯ আগষ্ট বাদী/স্বামী আবদুর ও আসামী/স্ত্রী শারমিন আক্তার’র সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ে পরবর্তী উভয়ের দাম্পত্য জীবন কিছুকাল সুখেই চলছিল, ফলে ইতিমধ্যে ‘তামিম’ নামের একটি পূত্র সন্তান জন্ম লাভ করে, যার বর্তমান বয়স এক বছর। উভয়ের সুখের দাম্পত্য জীবনে গত বছর খানেক আগে তাদের বাড়িতে নলকুপ বসানোর জন্য আসা সোহেল নামের এক পাইপ মিস্ত্রীর সাথে স্ত্রী শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে। উক্ত পাইপ মিস্ত্রি পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকার মোঃ ভুল্লা প্রকাশ ভুলাইয়ার পুত্র সোহেল ও আবদুর রহিমের স্ত্রী শারমিন আক্তারের অবৈধ পরকীয়া দিন দিন গাঢ় হতে থাকে। এর ফলে আবদুর রহিম ও শারমিন আক্তার’র দাম্পত্য কলহ বাড়তে থাকে। অবশেষে অভিযুক্ত স্ত্রী শারমিন আক্তার গত ফেব্রুয়ারী মাসে স্বামীর অগোচরে স্বামীর সংসারে থাকা স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র ও নগদ টাকা নিয়ে, এক বছর বয়সের দুগ্ধপোষ্য শিশু সন্তানকে ঘুমে রেখে পরকীয়া প্রেমিক মোঃ সোহেল’র হাত ধরে পালিয়ে যায়। ভুক্তভোগী স্বামী বেচারা আবদুর রহিম অনেক খোঁজাখুজির পরে খোঁজ পেলে স্ত্রী কে নিজের সংসারে ফিরে আসার শত অনুরোধ ও প্রচেষ্টায় ব্যর্থ হয়ে বাধ্য হলে বাধ্য হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্ত্রী শারমিন আক্তার’র বিরুদ্ধে প্রতারণা, আত্মসাৎ ও বিবাহ বহির্ভূত সম্পর্কের (ব্যবিচার) অভিযোগে মামলা (সি.আর. নং-১২২৪/২০২১) দায়ের করেন। মামলার আসামী স্ত্রী শারমিন আক্তার আদালতের ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘ ৮ মাসের মত পলাতক ছিল, পরিশেষে ৩ ডিসেম্বর (শুক্রবার) সন্ধায় পেকুয়া থানার পুলিশ উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের সামনে থেকে অভিযুক্ত স্ত্রী শারমিন আক্তার কে স্বামীর করা মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আদালতের ওয়ারেন্ট মূলে দীর্ঘদিন পলাতক থাকা আসামী শারমিন আক্তার কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Exit mobile version