কক্সবাজারে বিমান চলবে দিনে ও রাতে, অবতরণ করবে সমুদ্র ছুঁয়ে

বিমান চলাচল করবে দিনে ও রাতে

বেলাল আজাদ, কক্সবাজার:
দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে এখন থেকে বিমান চলাচল করবে দিনে ও রাতে। বিমান অবতরণ করবে সমুদ্র ছুঁয়ে। কক্সবাজার বিমান বন্দরে লোকবল ও জায়গা সংকট সহ অন্যান্য সমস্যার কারণে এতদিন পর্যন্ত কেবল দিনের বেলায় (বিকাল ৫ টা অবধি) বিমান চলাচল চালু ছিল। দীর্ঘদিন ধরে চলমান কক্সবাজার বিমান বন্দর সংস্কার কাজ ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজও খুব দ্রুত শেষ হবে বলে জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ। কতৃপক্ষ আরও জানায়, সংস্কার পুরোপুরি শেষ হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর বাংলাদেশে ৪র্থ তম আন্তর্জাতিক ও আধুনিক বিমান বন্দর হবে কক্সবাজার। গত ১৪ জানুয়ারী জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমান বন্দর সংস্কার ও প্রসস্থ করণ সহ আধুনিকায়ন কাজ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে  ড. আব্দুস শহীদ বলেন, কক্সবাজারের এই বিমান বন্দর ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি হবে। সমুদ্র ছুঁয়ে নামবে বিমান। এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইলফলক হয়ে থাকবে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশী পর্যটকও আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিভিল এভিয়েশনের প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, করোনার কারণে বিদেশী টেকনিক্যাল পরিদর্শকরা আসতে না পারায় রাতে ফ্লাইট চলাচল পিছিয়েছে। এই বিমানবন্দর এখন দিনে ও রাতে ফ্লাইট চলাচলের উপযোগী। ফেব্রুয়ারী থেকে পুরোদমে দিনে ও রাতে ফ্লাইট চলাচল করবে এবং বিমান অবতরণ করবে সমুদ্র ছুঁয়ে।
Exit mobile version